Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবরীর মৃত্যুতে তারকাদের শোক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সেরা অভিনেত্রী, ঢাকার চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে পরিচিত, সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরীর মৃত্যুতে শোকে মুহ্যমান দেশের সংস্কৃতি অঙ্গন। তার এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। আর তাইতো কবরীকে চিরবিদায় জানাতে দম বন্ধ হয়ে আসছে বিনোদন দুনিয়ার তারকাদের। চলুন জেনে নেই কোন তারকা কি বলছেন। ওমর সানি লিখেছেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জায়েদ খান লিখেছেন , কবরী আপা নেই। ভাবতেই কেমন লাগছে। অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘কবরী আপা নেই...।’ নির্মাতা মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন প্রিয় এবং শ্রদ্ধেয় কবরী আপা (ইন্নি লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শোক জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আপা। আপনি এভাবে চলে যাবেন তা কল্পনাও করিনি।’ অভিনেত্রী সুবর্ণা মুস্তফা লিখেছেন, ‘আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ সকল বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী...। আমি কীভাবে আপনাকে বিদায় জানাবো...!দমবন্ধ লাগছে ...! শান্তিতে থাকুন কবরী ফুপু।’ অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘বিদায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি....’ চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ স্ট্যাটাসে শোক জানিয়েছেন। তিনি লেখেন, ‘চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার আপা। তিনি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....’ বুবলী লিখেছেন, ‘ওপারে ভালো থাকবেন কবরী, ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।’ চিত্রনায়ক সাইমন লিখেছেন, ‘কবরী, ম্যাডাম আর নেই। ১৭.৪.২০২১ তারিখ ০০:২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মহান আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন।’ নায়িকা মাহি লিখেছেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমাদের প্রিয় অভিনেত্রী মিষ্টি মেয়ে “সারহ বেগম কবরী” আপা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘ওপারে আপনি ভালো থাকুন। বিদায় কিংবদন্তি....!’ অভিনেতা, প্রযোজক ডিপজল লিখেছেন, ‘বরেণ্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী আপা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সবাই তার জন্য দোয়া করবেন।’
অভিনেতা অপূর্ব লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রে “মিষ্টি মেয়ে” খ্যাত সারাহ বেগম কবরী করোনার সঙ্গে লড়াই করে পৃথিবী থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন........’। কণ্ঠশিল্পী মনির খান লেখেন, ‘আরও একটি তারা নিভে গেল। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী কবরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! ও আল্লাহ করোনা নয় করুনা চাই কথা শোনো বান্দার!!’ অভিনেত্রী অহনার স্ট্যাটাস, ‘ওপারে ভালো থাকবেন। আমার সৌভাগ্য আমি আপনার মতো একজন কিংবদন্তী গুণি অভিনেত্রীর সাথে কাজ করতে পেরেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবরীর মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ