বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই করার জন্য ব্যস্ত সময় পার করছেন জেলার ৪ উপজেলার শতাধিক কামারশালা। দিনরাত সমানতালে তারা হাসুয়া, ছুরি, চাপাতি, দা, বটি, ভুজালী, কুড়াল তৈরিতে কাজ করছেন। বিগত বছরের তুলনায় এবার সরঞ্জামাধির দাম বেড়েছে প্রায় দ্বি-গুণ। কোরবানির ঈদ যতই এগিয়ে আসছে ততই যেন ব্যস্ত হয়ে পড়ছেন কামার ও ক্রেতারা। তৈরি করা সব সরঞ্জামাদি সময় মত বিক্রি করতে পারবে কিনা সে নিয়ে কামারদের মধ্যে হতাশাও রয়েছে। সারা বছর কাজ না থাকলে ও কোরবানির ঈদের এ সময়টা বরাবরই ব্যস্ত থাকতে হয় তাদের। পশু জবাইয়ের সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছেন। কামারের দোকানগুলোতে শোভা পাচ্ছে গরু জবাইয়ের জন্য বিভিন্ন উপকরণ। এদিকে ছোট ছুরি থেকে শুরু করে বড় ছুরি ও চাপাতি শান দেয়ার জন্য ৫০ টাকা থেকে কাজের গুণাগুণ অনুযায়ী ১০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। এছাড়া প্রতিটি দা ২শ’ টাকা, ছোট ছুরি ৬০ টাকা, বঁটি ১৫০ টাকা, চাপাতি ৫০০-৬০০ টাকা করে বিক্রি হচ্ছে। এতে মুনাফাও ভালো বলে কামারদের সঙ্গে আলাপ করে জানা গেছে। বিগত বছরগুলোর তুলনায় এবার লোহা ও ইস্পাতের দাম খুব চড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।