Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুল ছাত্রীর কুরুচিপূর্ণ ছবি : গ্রেফতার ১

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ৬:৩৫ পিএম

বাগেরহাটের ফকিরহাটে স্কুলছাত্রীর কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অনিক বসু (২০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। অনিক বসু মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, ফকিরহাট মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম।

মামলার বিবরণে জানা যায়, সোনাখালী গ্রামের এক স্কুল ছাত্রীর সঙ্গে আসামী অনিক বসুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে ওই স্কুলছাত্রী তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড প্রেমিক অনিক বসুকে দেয়।

এক সময়ে সম্পর্কের অবনতি ঘটলে অনিক বসু তার প্রেমিকার ফেসবুক আইডি থেকেই বিভিন্ন রকম অশ্লীল পোস্ট করে।

এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নূর আলম জানান, ওই স্কুল ছাত্রী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (পর্ণগ্রাফি) মামলা দায়ের করেন। আমারা আসামী আটক করে জেল হাজতে প্রেরণ করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ