মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঘটনাটা প্রাথমিক ভাবে বিস্ময় জাগায় মনে! তারপর জমা হতে থাকে মনের মধ্যে বেশ কিছু বেয়াড়া প্রশ্ন! তবে যে ঘটনাটি রাশিয়ার এই সুন্দরীর সমর্থনে যায় না, সেটা একবাক্যে স্বীকার করছেন সবাই! সেই সঙ্গে উঠে আসছে তীব্র কটাক্ষ। যিনি ল্যাম্বরগিনি গাড়ি চড়ে ঘুরে বেড়ান, তার কাছে পয়সা নেই, এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা?
রাশিয়ার বিখ্যাত সুন্দরী নাসতিয়া ইভলিভা যদিও সে রকমটাই দাবি করছেন। এই জায়গায় এসে তার সৌন্দর্যের মতো এই দাবিও কেন চমকে দিচ্ছে সবাইকে। সেটা একটু না বুঝিয়ে বললেই নয়!
ইভলিভা রাশিয়ার একজন সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টগ্রামে তার অনুরাগীর সংখ্যা এর মধ্যেই ছাড়িয়েছে ১৮.৭ মিলিয়ন। আর তার সঙ্গে সঙ্গে ছাড়িয়েছে এই সুন্দরীর ট্রাফিক আইন ভাঙার রেকর্ড, অন্তত তেমনটাই দাবি করছে মস্কো পুলিশ। তারা জানিয়েছে যে গত এক বছর জুড়ে মোট ১৯৯ খানা ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা জমা হয়ে আছে ইভলিভার বিরুদ্ধে।
রাশিয়ার বিখ্যাত ট্র্যাভেল রিয়্যালিটি শো ওরইয়োল ই রেশকান্ডর সূত্র ধরে জনমানসে পরিচিত হয়ে ওঠেন ইভলিভা। আর এই রাতারাতি সাফল্যই তার মাথা ঘুরিয়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। জানা গেছে যে বার বার তাকে সতর্ক করা হয়েছে। কিন্তু একজন সচেতন নাগরিক হয়েও বার বার ট্রাফিক আইন ভাঙার পরে জরিমানা দেওয়ারও প্রয়োজন তিনি বোধ করেননি।
সঙ্গত কারণেই প্রশ্ন জাগে- মস্কো পুলিশ এত দিন কেন চুপ করে ছিল? তবে এবার তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। প্রথমে তারা ইভলিভাকে এই ১৯৯ খানা ট্রাফিক কেসের জন্য জমা হওয়া টাকা মিটিয়ে দিতে বলে। ইবলিভা জানান যে এই মোটা অঙ্কের টাকা তার পক্ষে মেটানো সম্ভব নয়। পরিণতিতে পুলিশ তার গাড়ি তুলে নিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন ইভলিভা! তার এখন কেবল একটাই চিন্তা- কবে জরিমানা মিটিয়ে গাড়ি ফেরত আনতে পারবেন! সূত্র : নিউজ ১৮, ইন্ডিয়া টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।