বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ১৪টি প্রতিষ্ঠানের মালিককে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ পৃথক স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে সিরাজদিখান উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তালতলা, ইছাপুরা, বালুচর, সিরাজদিখান বাজারে এ অভিযান চালানো হয়। ১৮৬০ দন্ডবিধি ২৬৯ ধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম ৭ প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে ৩ হাজার ৫০০ টাকা ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ ৭ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।