প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আসন্ন স্পোর্টস ড্রামা ‘ক্রি থ্রি’তে রকি বালবোয়ার ভূমিকায় সিলভেস্টার স্ট্যালোনকে দেখা যাবে না। স্ট্যালোনের (৭৪) মুখপাত্র জানিয়েছে ‘রকি’ তারকা আসন্ন ফিল্মটিতে দেখা যাবে না। ‘ক্রিড’-এর শেষ দুই পর্বে রকির ভূমিকায় অভিনয় করেছেন স্ট্যালোন। নতুন এই পর্বসহ তিনটি ফিল্মে অ্যাডোনিস ‘ডনি’ জনসন ক্রিডের ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। ‘রকি’ সিরিজে ক্রিডের বাবা অ্যাপোলো ক্রিড ছিল বক্সার রকির প্রতিদ্বন্দ্বী। ‘ক্রিড থ্রি’ ২০২২ সালে ২৩ নভেম্বর মুক্তি পাবে। এই ফিল্মটি দিয়ে জর্ডানের পরিচালনায় অভিষেক হবে। তিনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় ছাড়াও চলচ্চিত্রটি প্রযোজনা করছেন। “পরিচালনা সবসময়ই আমার লক্ষ্য ছিল, তবে সময়টা সঠিক হওয়া দরকার ছিল, ‘ক্রিড থ্রি’ হল সেই সময়, আমার জীবনে এমন একটা সময় এসেছে যখন আমি নিজেকে নিয়ে নিশ্চিত, ব্যক্তিগতভাবে পরিপক্ক আর পেশাগতভাবে আরও পরিণত। রায়েন কুগলারের মত মহান পরিচালকের কাছে শিখেছি, আর সম্প্রতি ডেনজেল ওয়াশিংটনের কাছ থেকে, আর অন্যসব পরিচালক যাদের সমীহ করি। আর তাতেই সেই মুহূর্ত এসে পড়েছে,” জর্ডান বলেন। “এই ফ্র্যাঞ্চাইজ আমার খুব আপন আর বিশেষ করে ’ক্রিড থ্রি’। আমি অ্যাডোনিস ক্রিডের পরের অধ্যায় নিয়ে প্রস্তুত। এটি আর এর কেন্দ্রীয় চরিত্র এখন আমার দায়িত্ব,” তিনি বলেন। টেসা থমসন আর ফিলিসিয়া রাশাদ চলচ্চিত্রটিতে আগের ভূমিকায় ফিরবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।