বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর ফালু চাঁন শাহ (ফাইলা পাগলা) এর মাজার পাড়ে বুধবার দুপুরে ছেলে যুবায়ের (১৯) এর সাথে অপর ছেলে আলতাব (৩০) এর বিবাহ সম্পন্ন হবার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় এলাকাবাসী তাদেরকে বেধড়ক পিটিয়ে থানা পুলিশের নিকট তুলে দেয়। পরে থানা পুলিশ তাদের অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছে।
এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার আলতাব কবিরাজির উদ্দেশ্যে দাড়িয়াপুর মাজার পাড় রিয়াজ উদ্দিন এর বাড়িতে আসে। এক সময় তার সাথে পরী আছে এবং গভীর সে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। এ ধরনের কথা বলে ফুসলিয়ে বাগে এনে যথারীতি স্থানীয় কাজী মাসুদ রানা কে ডেকে এনে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে সাক্ষী ও উকিলের উপস্থিতিতে বিবাহ কাজ সম্পন্ন করে। ঘটনাটি ফাঁস হয়ে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে মাজার পাড়ে নিয়ে বুধবার দুপুরে তাদেরকে বেধড়ক পেটায় এবং থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের নিকট তুলে দেয়। থানা পুলিশ তাদেরকে অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছে।
সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক বলেন, দাড়িয়াপুর এলাকায় ছেলের সাথে ছেলের বিয়ের ঘটনায় কাউকেই থানায় নিয়ে আসা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।