পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার (১৪ এপ্রিল) এ আইনজীবী নেতার মৃত্যুতে শোক জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন তিনি।
প্রধান বিচারপতি শোকবার্তায় বলেন, সুপ্রিম কোর্টের প্রথিতযশা বিজ্ঞ আইনজীবী,সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর সাথে আমার দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত নির্লোভ, নিরহংকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান রয়েছে। তার অবদানে আইন অঙ্গনের সকলেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।