প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রীতিলতার জীবন কাহিনী নিয়ে নির্মাণ হচ্ছে ‘প্রীতিলতা’ নামে একটি চলচ্চিত্র। এতে নবাব সিরাজ-উদ-দৌলার নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব অভিনয় করবেন। চলচ্চিত্রে নবাব সিরাজ-উদ-দৌলা যাত্রা পালার একটি দৃশ্য আছে। এ দৃশ্যে সিরাজ-উদ-দৌলার ভ‚মিকায় অভিনয় করবেন তারই বংশধর আরেব। আরেব বলেন, ‘এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জের একটি কাজ। হোক একটি দৃশ্য কিন্তু চরিত্রটা সিরাজের। সে জন্যই অনেক বেশি সতর্ক। চলচ্চিত্রে সিরাজকে রাখা হয়েছে এটা জেনেও ভালো লাগছে। আমি চেষ্টা করবো আমার সেরাটুকু দিতে। উল্লেখ্য, গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এ চলচ্চিত্রের কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল। পান্ডুলিপি উপদেষ্টা হিসেবে আছেন সেলিনা হোসেন ও মাতিয়া বানু শুকু। বর্তমানে চলচ্চিত্রটির স্ক্রীপ্ট এবং প্রি-প্রডাকশনের কাজ চলছে। শিগগিরই ছবির অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।