বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র মাহে রমজানে বারো আউলিয়ার চট্টগ্রামে শুরু হয়েছে ঘরে ঘরে ইবাদত বন্দেগি। করোনায় বিধি-নিষেধের কারণে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি নামাজ আদায় করছেন। বাকিরা বাসা-বাড়িতে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তারাবিহর নামাজ ও নফল নামাজ আদায় করছেন। গৃহিনীদের পাশাপাশি শিশু-কিশোররাও ইবাদত বন্দেগিতে শামিল হচ্ছে। পবিত্র কোরআন খতম ও তেলাওয়াত চলছে ঘরে ঘরে। গতকাল মঙ্গলবার সকাল থেকে চলে তারাবিহর নামাজ ও সেহেরির আয়োজন। কঠোর লকডাউন শুরুর আগেই নগরবাসী রোজার বাজার সেরে নেন। গৃহিনীরা রান্না বান্নার পাশাপাশি তারাবিহর প্রস্তুতি নেন। ধুয়ে-মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বাসা বাড়ি। অনেকে হতদরিদ্রদের মাঝে দান খয়রাত করেন। নগরীর মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে তারাবিহ আদায় করা হয়। নগরীর বাসা বাড়িতে পরিবারের সদস্যরা আবার কোথাও প্রতিবেশিরা বাড়ির আঙ্গিনায় কিংবা ছাদে জামাতে নামাজ বিশেষ করে তারাবিহর নামাজ আদায় করেন। পবিত্র মাহে রমজানে নগরীতে বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি ও চট্টগ্রাম ওয়াসা। ওয়াসার পক্ষ থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।