Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বানারীপাড়ায় দু’দিনব্যাপী নাগরিক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা

বানারীপাড়ায় বেসরকারী সংস্থা ইনডাব আয়োজিত স্পীড প্রকল্পের দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক সুরক্ষা বিষয়ক উপজেলা পর্যায় দু’দিনব্যাপী এক নাগরিক সংলাপ গত নতুনমুখ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনের দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার ইনডাব ফ্যাসিলিটেটর এস মিজানুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সামাজিক সুরক্ষা ফোরামের বানারীপাড়া সদর ফোরাম সভাপতি সুশিল কুমার রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মান্না ইয়াসমিন। আলোচনায় অংশ নেন মোঃ ফারুক ঘরামী, প্রধান শিক্ষক আরতী রানী বড়াল, সুচন্দা সরকার, পিও হাসান মাহমুদ, প্রধান শিক্ষক আষীশ রজ্ঞন ঘোষ, ইউ এফ মোঃ মিজানুর রহমান, মোঃ মাহফুজুর রহমান প্রমুখ। সংলাপে প্রথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণে বিভিন্ন অসংগতি সীমাবদ্ধতা, ব্যাংক কর্তৃপক্ষের জনবল সংকট এর কথা উঠে আসে। এ ব্যাপারে ইউএনও, উপজেলা শিক্ষা বিভাগ সমস্য সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বানারীপাড়ায় দু’দিনব্যাপী নাগরিক সংলাপ অনুষ্ঠিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ