রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মোশাররফ হোসেন, নীলফামারী থেকে
দেশের প্রথম অত্যাধুনিক টাইলস্ কারখানা এখন নীলফামারীতে। সানিটা টাইলস্ প্রাইভেট লিমিটেড নামের কারখানাটি ইতোমধ্যে উৎপাদন শুরু করলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে আরো কিছুদিন পরে। নীলফামারী শহর হতে পাঁচ কিলোমিটার দূরে রামগঞ্জ নামক স্থানে ১৮ একর জমির উপর সানিটা টাইলস্ কারখানাটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালে। সানিটা সিরামিকসের মালিক আলহাজ মোজাহেদুল ইসলাম ফারুক ইসলামী ব্যাংকের অর্থায়নে ৭০০ কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক টাইলস্ কারখানাটির নির্মাণ কাজ শুরু করেন। আলহাজ মোজাহেদুল ইসলাম ফারুক শহরের নিউবাবু পাড়ায় সানিটা সিরামিকস্ কারখানার ব্যাপক সাফল্যের পর সানিটা টাইলস্ ইউনিটটি স্থাপনের উদ্যোগে নেন। জানা গেছে, সানিটা সিরামিকসের উৎপাদিত পণ্য বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। দেশ-বিদেশে রয়েছে এর ব্যাপক সুনাম। আলহাজ মোজাহেদুল ইসলাম সানিটা সিরামিকস্ কারখানার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন চালু হওয়া টাইলস্ কারখানাটিতে স্থাপন করেন বিখ্যাত টাইলস্ মেশিন উৎপাদনকারী বিষশড় ইতালি কোম্পানির মেশিনারিজ। টাইলস্ কারখানাটির ৪টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট সম্পন্ন হয়েছে। জুন থেকে ইউনিট দুটিতে ইউরোপিয়ান মানের টাইলস্ উৎপাদন শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানান, এখানে সলুবল সল্ট, পলিশড, টেকনিক্যাল পরসিলিন, হোমোজিরাসসহ সবধরনের টাইলস্ উৎপাদন করা সম্ভব। ৪টি ইউনিটের প্রতিদিন উৎপাদন ক্ষমতা হবে ৩ লক্ষ ২৩ হাজার বর্গফুট টাইলস্। কারখানাটিতে এ অঞ্চলের প্রায় সহস্রাধিক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সানিটা সিরামিকসের পর সানিটা টাইলস্ ইউনিটটি চালু হওয়ায় বদলে গেছে এ জেলার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থা। সানিটা টাইলস্ কারখানার মালিক আলহাজ মোজাহেদুল ইসলাম ফারুক জানান, টাইলস্ কারখানাটিতে বিশ্বের অত্যাধুনিক মেশিনারিজ দ্বারা ইউরোপিয়ান মানের টাইলস্ উৎপাদন করা হচ্ছে। যা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি হবে। তিনি জানান, পবিত্র ঈদুল আযহার পর পরেই টাইলস্ কারখানাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। সানিটা সিরামিকস ও সানিটা টাইলস্ কারখানার মাধ্যমে এ জেলার পরিচিতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে বলে এমনটাই আশা করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।