রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে কেনা গরু চোখের সামনে মরার খবরে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যাপারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত গরুর ব্যাপারীর বাড়ি কুষ্টিয়ার বাহেরুল গ্রামে বলে জানা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার বাহেরুল গ্রামের গরু ব্যাপারী সাইফুল ইসলাম গত বুধবার ২১টি গরু ভর্তি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। মহাসড়কে দীর্ঘ যানজটে আটকা পড়ে অধিকাংশ গরু অসুস্থ হয়ে পড়ে। গত বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাকে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যে কেনা একটি ষাঁড় অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। পরে ট্রাক থামিয়ে সাইফুল ইসলাম দেখেন ষাঁড়টি মারা গেছে। ষাঁড় মারা যাওয়ার খবরে সাইফুল ইসলাম চিৎকার দিয়ে নিজেই অচেতন হয়ে পড়েন। ট্রাকে থাকা অন্যরা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার সময় উপস্থিত মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য দেওহাটা গরুর হাটের ইজারাদার কামারুজ্জামান বলেন, ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের একটি গরু নিজের চোখের সামনে মরতে দেখে ব্যাপারি স্ট্রোক করে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।