মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চুরির তদন্ত করতে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়েছিলেন ছেলে। সেখানে তাকে পিটিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। ছেলের মৃত্যুর আঘাত সহ্য করতে পারলেন না মা। তাই ছেলের মৃত্যুর একদিন পর তিনিও মারা গেলেন। পরে মা-ছেলের একসঙ্গে সৎকার করা হয়। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বিহারের কিসানগঞ্জের অভয়রাম চাকলায়। একটি মোটরসাইকেল চুরির তদন্তে বিহার-পশ্চিমবঙ্গ সীমানায় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় গিয়েছিলেন ৫০ বছর বয়সী অশ্বিনী কুমার। বিহারের কিসানগঞ্জ থানার ওসি অশ্বিনীর সঙ্গে সেখানকার সাতজন পুলিশও ছিল। জানা গেছে, পাঞ্জিপাড়ায় ওই মামলায় অভিযুক্তসহ একদল দুষ্কৃতী তাকে পিটিয়ে খুন করেছে। পাঞ্জিপাড়া পুলিশ পরে অশ্বিনীকে উদ্ধার করে ইসলামপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।