Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে রান্নার অনুষ্ঠান উপস্থাপনায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

রমজানের জন্য রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফারিয়া আগেও বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তবে নায়িকা হওয়ার পর উপস্থাপনায় তেমন দেখা যায়নি। দীর্ঘদিন পর উপস্থাপনায় ফিরিছেন তিনি। পুরো রমজান মাস জুড়ে চারটি বেসরকারী টিভি চ্যানেলের একটি রান্নার অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে তাকে। অনুষ্ঠানটির নাম কুইক রেসিপি, সিজন-৩। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন আফতাব বিন তমিজ। পরিচালনা করছেন জাহিদ হোসেন সুমন। নুসরাত ফারিয়া বলেন, অনেকদিন পর উপস্থাপনায় কাজ করা হচ্ছে। ভিন্নধর্মী একটি অনুষ্ঠান।আমার উপস্থাপনায় সালমান সজল ও জলি খান নামে দুজন শেফের মজার রান্নার রেসিপি দর্শকরা দেখতে পাবেন। রমজান মাসে ইফতার ও সেহেরীতে একটু সচেতনভাবে খাবার গ্রহণ করলে সকল প্রকার সমস্যা এড়িয়ে সুস্থভাবে রমজান পালন করা সম্ভব। অল্প সময়ের মধ্যে কিভাবে স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়, তাই দেখানো হবে এই অনুষ্ঠানে। আশা করি, সবার ভালো লাগবে। অনুষ্ঠানটি প্রথম রমজান থেকে প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিট থেকে পর্যায়ক্রমে মোট চারটি চ্যানেল-একুশে টিভি (৪.১৫ মি.), এটিএন বাংলা (৪. ৩০ মি.), বাংলা টিভি (৪. ৪৫ মি.) এবং ডিবিসিতে বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান

২৮ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ