Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রেন ও রাস্তা নির্মাণ বন্ধ থাকায় দুর্ভোগে মাগুরা পৌরবাসী

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরা পৌরসভার রাস্তার ওপর নির্মিত ভবন অপসারণ না করায় ড্রেন ও রাস্তা নির্মাণকাজ বন্ধ থাকায় এলাকার জনগণ চরম দুর্ভোগের সম্মুখীন হয়ে পড়েছে। মাগুরা-ঢাকা-খুলনা বিশ্বরোড সংলগ্ন কাঁচাবাজার থেকে চাউলিয়া-নড়াইল সংযোগ সড়কে পৌরসভা ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ শুরু করে। কিন্তু একটিমাত্র অবৈধ ভবনের অংশবিশেষ অপসারণ না করায় নির্মাণ কাজ বন্ধ করে দেয় পৌরসভা। ফলে এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ে। যা গত তিন সপ্তাহের মধ্যেও দূর হচ্ছে না। কতদিনে দূর হবে তাও জানে না এলাকাবাসী। এদিকে ড্রেনের জন্য মাটি খননকালে পানির পাইপ ফেটে যাওয়ায় এলাকার মানুষ পানি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে। তার ওপর ফাটা পাইপের পানিতে পানি-কাদায় রাস্তাটি জনদুর্ভোগের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা কামরুল হাসান ভাষান জানান, এ সংযোগ সড়কের পূর্বপাশে পৌর ম্যাপ অনুযায়ী রাস্তার প্রশস্ততা ১৮ ফুট থাকলেও বাস্তবে শেখ হেলাল নামের জনৈক ব্যক্তি রাস্তার জমি দখল করে দ্বিতল ভবন নির্মাণ (ইসলামী টেইলার্স) নির্মাণ করায় রাস্তার ইট বাঁকা হয়ে বর্তমানে ১৩ ফুটে এসে দাঁড়িয়েছে। পৌরসভার সার্ভেয়ার যা একাধিকবার পরিমাপ করে নির্ধারণ করেন। এর ফলে পৌর মেয়র রাস্তা প্রশস্ত ও ড্রেন নির্মাণে সহযোগিতার জন্য উক্ত অবৈধ ভবন মালিককে ভবন অপসারণ করার জন্য ৩ দিনের নোটিশ দেন। অথচ ভবন মালিক নোটিশের তোয়াক্কা না করে নানাভাবে সময় পার করছেন। ফলে নির্মাণ কাজ বিলম্ব হচ্ছে। চরম আকার ধারণ করছে মানুষের দুর্ভোগ। এব্যাপারে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল জানান, প্রথম নোটিশের মেয়াদ পার হলে নিয়ম অনুযায়ী পুনরায় নোটিশ পাঠানো হবে। এরপরও যদি ভবন অপসারণ না করে আইন অনুযায়ী উক্ত অবৈধ ভবন পৌরসভা অপসারণ করে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। ভবন মালিক শেখ হেলাল জানান, পৌরসভার ম্যাপে তার ভবনটি ৫ ফুট রাস্তার মধ্যে পড়েছে। সে জানায়, যথাযথ নিয়মে নকশা অনুমোদনের মাধ্যমে ২০ বছর আগে এ ভবন নির্মাণ করা হয়েছে। তদন্ত চলছে। এলাকাবাসী দ্রুততার সাথে নির্মাণ কাজটি সম্পন্ন করার জন্য পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রেন ও রাস্তা নির্মাণ বন্ধ থাকায় দুর্ভোগে মাগুরা পৌরবাসী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ