Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাহির আলীর চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরের শেখ ফযিলাতুন্নেছা ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা তাহির আলী খান ব্লাড ক্যান্সারে ভোগছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯০১ নম্বর বেডে চিকিৎসাধীন। ডাক্তারগণ জানান, তাহির আলী জটিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তার উন্নত চিকিৎসা জরুরি, এতে প্রচুর টাকার প্রয়োজন।
চার ছেলে ও এক মেয়ের বাবা মাওলানা তাহির আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শিক্ষকতার সামান্য বেতনে তার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে তার অনেক টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে তার অর্থনৈতিক অবস্থা শূন্যের কোটায়। এমতাবস্থায় আলেমে দ্বীন ও স্বনামধন্য শিক্ষককে বাঁচিয়ে রাখতে দেশের দানশীল ধনবান দয়াবান বিত্তশালীসহ দেশবাসীর কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. তাহির আলী খান,
হিসাব নং-১৬৬৯৮০৪,
ইসলামী ব্যাংক, সিলেট শাখা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাহির আলীর চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ