Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমিউনিটি পুলিশ পরিচয়ে বাসে ডাকাতি

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারের কমিউনিটি পুলিশ পরিচয়ে দূরপাল্লার চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা যাত্রীদের মারধর করে সিটের সাথে বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডে ডাকাতি কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে গাজীপুরের চন্দ্রায় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার এমকে নিউ লাইন পরিবহনের বাসে কমিনিউটি পুলিশের পরিচয় দিয়ে ১০-১২ জনের ডাকাত দল বাসটিতে উঠে নিয়ন্ত্রণে নেয়। তারা অস্ত্রের মুখে চালক ও তার সহকারীকে বেঁধে ফেলে। পরবর্তীতে ডাকাতদল আশুলিয়া, আবদুল্লাপুর, গাবতলী ও সাভারসহ বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে ও অস্ত্রের মুখে তাদের জিম্মি করে সিটের সাথে বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে গতকাল শুক্রবার ভোরে কোন এক সময় সাভারের উলাইল বাসস্ট্যান্ডে বাসটি ফেলে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে বাসটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বাসের চালক মুরাদ হোসেন বলেন, কমিনিটি পুলিশ পরিচয় দিয়ে ১০/১২ জন লোক এসে গাড়িতে উঠে অস্ত্র ঠেকিয়ে সকলকে বাসের সিটের সাথে বেঁধে লুটপাট করে চলে গেছে। বাসে তখন ১৭/১৮ জন যাত্রী ছিল। স্বপন নামে এক প্রবাসী বলেন, বাড়ির লোকজনের জন্য ঈদের কেনাকাটা করেছিলাম, কিন্তু ডাকাতরা সব নিয়ে গেছে। বাসের সুপার ভাইজার আব্দুল লতিফ বলেন, ডাকাতদের গায়ে কমিনিটির পুলিশ লেখা ছিল। তারা সড়কে যানজট নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত বলে গাড়িতে উঠেছি। কিন্তু আমরাতো আর বুঝতে পারিনি তারা ডাকাত। প্রসঙ্গত গত বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় গরুর ট্রাকের চালক ও তার সহকারীকে জিম্মি করে মারধররের পর ২১ হাজার টাকা ও মুঠফোন লুটে নেয় দুর্বৃত্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিউনিটি পুলিশ পরিচয়ে বাসে ডাকাতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ