Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ আহত ৮

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্ল­ার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পৌনে দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ফেনী জেলার ফুলগাজী উপজেলার মনতলী গ্রামের আবদুল মন্নানের পুত্র আবদুল করিম (৩২) ও উত্তর নিলুহী গ্রামের নাছির উদ্দিনের পুত্র মোহন মিয়া (৩০)। মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই রাজ্জাক জানান, ফেনীগামী পিকআপের সাথে কুমিল্ল­াগামী মদিনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটির সম্মুখ অংশ ধমুড়ে মুচড়ে যায়। এতে পিকআপের পিছনে থাকা করিম ও মোহন ঘটনাস্থলে নিহত ও উভয় গাড়ির অন্তত ৮ জন আহত হন। গুরুতর আহত পিকআপের চালক ও হেলপারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে বিকেল সাড়ে তিনটায় মহাসড়কের পদুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাসের ১২-১৩ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে ফেনী হাসপাতালে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চৌদ্দগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ আহত ৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ