Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াশায় বন্ধ থাকে লঞ্চ-ফেরি তবে চলে অবৈধ ট্রলার

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ ( রাজবাড়ী ) উপজেলা সংবাদদাতা : ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বন্ধ রাখে বড় বড় ফেরি ও লঞ্চ। কিন্তু কোন রকম আইনের আওতায় না থাকা ইঞ্জিন চালিত ট্রলার শত শত যাত্রীর জীবনের ঝুকি নিয়ে চলাচল করে দৌলতদিয়া থেকে পাটুরিয়া রুটসহ অন্যান্য রুটে। অনুমোদিত নৌযান চলাচলে বিআইডবিøউটিসি ও বিআইডবিøউটিএ’র নজরদারি থাকলেও এ সকল ট্রলার দেখার কেউ নেই। এতে করে মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জানা যায়, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রায়ই দীর্ঘ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ বন্ধ থাকে। এসময় আটকে থাকা যাত্রীরা জীবনের ঝুকি নিয়ে উঠে পড়ে ইঞ্জিন চালিত বিভিন্ন ট্রলারে। নৌরুট অবরুদ্ধ থাকাকালীন ট্রলার মালিকদের আয়ও বেড়ে যায় কয়েকগুন। কিন্তু ঝুকি বিবেচনা করে এ ট্রলারগুলোকে বন্ধের কোন উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। এছাড়া দৌলতদিয়া ঘাট থেকে আশপাশের কয়েকটি জেলার মানুষ পদ্মা নদী পাড়ি দিচ্ছেন অনুমোদন বিহীন লক্কর-ঝক্কর ইঞ্জিন চালিত এ সব ট্রলারে। এতে যাত্রী তোলা, চালকের প্রশিক্ষণ, ধারণ ক্ষমতাসহ কোন ধরনের আইন-কানুন এ ক্ষেত্রে মানা হয় না। বিআইডবিøউটিএ’র আরিচা অফিসের সহকারি পরিচালক মো. সাজ্জাদুর রহমান বলেন, নদীতে যে কোন সময়ই ইঞ্জিন চালিত ট্রলার চলাচল অবৈধ। আমাদের সংস্থা থেকে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনকে একাধিক চিঠি দেয়া হয়েছে যাতে নদীতে কোন ভাবেই অনুমোদন হীন নৌযান বা ট্রলার না চলতে পারে। এটা দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের। এ ব্যাপারে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামছুল আলম জানান, নৌরুটে ট্রলার চলাচল বন্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে। তবে তাদের চোখ ফাঁকি দিয়ে কিছু ট্রলার চলাচল করতে পারে বলে তিনি স্বীকার করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়াশায় বন্ধ থাকে লঞ্চ-ফেরি তবে চলে অবৈধ ট্রলার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ