Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনায় আরো দুজনের মৃত্যু নতুন আক্রান্ত ১১৫

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৫:৫৭ পিএম

পিরোজপুর ও ভোলাতে আরো দুজন কোভিড-১৯ রোগী মৃত্যুর ফলে দক্ষিণাঞ্চলে মোট সংখ্যাটা সোয়া ২শতে পৌছল। দক্ষিণাঞ্চলে করোনায় মৃত্যু হার এখন ১.৮০%’এর মত। সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুনকরে আক্রান্ত হয়েছেন আরো ১১৫ জন। যারমধ্যে বরিশাল মহানগরীতে ২৪ জন সহ জেলায় নতুন আক্রান্ত ৩১। ফলে বরিশাল জেলায় মোট ৫ হজার ৭৫০ জন সহ দক্ষিনাঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬৩০ জনে পৌছল। তবে করোনার এ মহামারীর মধ্যেও সমগ্র দক্ষিণাঞ্চল যুড়ে নুন্যতম স্বস্থ্য বিধি অনুসরনের কোন বালাই নেই। সরকার ঘোষিত লকডাউন এ অঞ্চলে এখন কাগজেপত্রেই সীমাবদ্ধ হয়ে আছে। এমনকি করোনার হটস্পট বরিশাল মহানগরীতে স্বাস্থ্যবিধি অনুসরন সহ এ মহামারী প্রতিরোধে তেমন কোন পদক্ষেপও লক্ষনীয় নয়।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩দিন চিকিৎসাধীন থাকার পরে ভোলা সদর উপজেলার ৫০ বছর বয়স্ক একজন ও পিরেপজপুরের নাজিরপুর উপজেলার ৬০ বছর বয়স্ক আরেক ব্যক্তির মৃত্যু হয়। এরা দুজনই কোভিড-১৯ ছাড়াও মৃগি সহ আরো কিছু উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘন্টায় সর্বাধীক সংখ্যক রোগী সনাক্ত হয়েছে ভোলাতে, ৩২ জন। ফলে জেলাটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ৩৮৯ জনে। এ দ্বীপ জেলায় মারা গেছেন ১৪ জন। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা বরিশাল মহানগরীর পাশের ঝালকাঠীতে পরিস্থিতি এখনো যথেষ্ঠ ঝুকিপূর্ণ। জেলাটিতে গত ২৪ ঘন্টাতেই নতুন করে ২২ জন করোনা সংক্রমন নিশ্চিত হয়েছে। ফলে ৪ উপজেলার এ ছোট জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ৪১ জনে। মারা গেছেন ২৯ জন। পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১৫ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৯২৫ জনে। মারা গেছেন ৪৬জন। আর বরগুনাতে এসময়ে নতুন ৩ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩১। আর মৃত্যু হয়েছে ২২ জনের।
তবে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন ২৭ জন সহ দক্ষিণাঞ্চলে মোট সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৮৩৫ জন। সুস্থতার হার এখন ৮৬.২৫%-এর মত।
এদিকে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় সোমবার আরো ৫ হাজার ৬৩৮ জন করোনা ভেক্সিনের ২য় ডোজ গ্রহন করেছেন। এনিয়ে সর্বমোট ২০ হাজার ৩৫৩ জন ২য় ডোজ গ্রহন করলেন। আর সোমবার পর্যন্ত প্রথম ডোজ গ্রহন করেছেন ২ লাখ ৪২ হাজার ৩৬২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ