বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির ১টি পাঙ্গাস, ৩টি আইড় ও ২টি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছগুলো ওজন দিয়ে দেখা যায় পাঙ্গাসটি ১৭ কেজি, আইড়গুলো ১৬কেজি এবং ইলিশ দুটি ৩কেজি ওজনের। মাছটিকে পাড়ে আনলে স্থানীয়রা এক নজর দেখতে ভীড় করে। গতকাল ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে মাঝ নদীতে পদ্মা-যমুনার মোহনায় পাবনার শ্যামগ্রাম এলাকার জেলে হরিপদ হালদারের জালে মাছগুলো ধরা পড়ে।
মাছগুলো বিক্রির উদ্দেশে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট পাঙ্গাসটি ১ হাজার ৪শ’ টাকা কেজি দরে ২৩ হাজার ৮শ’ টাকায়, আইড়গুলো ১ হাজার ৩শ’ টাকা কেজি দরে ২০ হাজার ৮শ’ টাকায় এবং ইলিশ ২টি ২ হাজার টাকা কেজি দরে ৬ হাজার টাকায় মোট ৫০ হাজার ৬শ’ টাকায় কিনে নেন।
পরে তিনি দুপুরে ময়মনসিংহের এক ব্যবসায়ীর নিকট পাঙ্গাসটি ১ হাজার ৫শ’ টাকা কেজি দরে ২৫ হাজার ৫শ’ টাকায়, আইড়গুলো ১ হাজার ৪শ’ টাকা কেজি দরে ২২ হাজার ৪শ’ টাকায় এবং ইলিশ ২টি ২ হাজার ১শ’ টাকা কেজি দরে ৬ হাজার ৩শ’ টাকায় মোট ৫৪ হাজার ৬শ’ টাকায় বিক্রি করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর সুস্বাদু পানির বড় মাছগুলো খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও ধনীরা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।