Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

সোমালিয়ায় নিহত ৩
যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার দেশটির সাউথ ওয়েস্ট প্রদেশের রাজধানী বাইদোয়ায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় এক গভর্নরকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। তবে ওই গভর্নর প্রাণে বেঁচে গেলেও তার দুই দেহরক্ষী মারা গেছেন। গুরুতর অবস্থায় আহত পাঁচ বেসামরিক নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল শাবাব। রয়টার্স।

ইন্দোনেশিয়ায় নিহত ৭
ইন্দোনেশিয়ায় ভ‚মিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এছাড়া ভ‚মিকম্প কবলিত বেশ কয়েকটি শহরের শতাধিক ভবন ধসে পড়েছে। শনিবার দেশটির প‚র্ব জাভা, বালি দ্বীপসহ বেশ কয়েকটি প্রদেশে এ ভ‚মিকম্প অনুভ‚ত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভ‚মিকম্পটির গভীরতা ছিল ভ‚পৃষ্ঠ থেকে ৮২ কিলোমিটার (৫০ মাইল)। এর কেন্দ্র ছিল প‚র্ব জাভা দ্বীপের মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দ‚রে। রয়টার্স।


১২৬ বার ‘দিদি’
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিজেপি। শনিবার রাজ্যে দুই সমাবেশে অংশ নেন বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে বক্তব্য রাখেন ৪৪ মিনিট আর কৃষ্ণনগরে ৩৪ মিনিট। সব মিলিয়ে ৭৮ মিনিট। আর এরমধ্যেই মোট ১২৬ বার মোদির গলায় শোনা যায় ‘দিদি’ ডাক। বিজেপি-র আরেক নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পশ্চিমবঙ্গে প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘মমতা দিদি’ বলে সম্বোধন করেন। এরপরই মমতার বিরুদ্ধে সুর চড়ান তিনি। এবিপি।


সাংবাদিক হত্যা
গ্রিসের রাজধানী এথেন্সে একজন প্রবীণ অপরাধ বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইয়র্গস কারাইভাসকে শুক্রবার তার বাড়ির সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি অন্তত ছয়টি গুলি করে বলে বিবিসি জানিয়েছে। এথেন্সের আলিমোস এলাকায় নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামার পরপরই তাকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তিনি বেসরকারি গণমাধ্যম স্টার টেলিভিশন ও সংবাদ বøগ বেøাকো ডটজিআরের হয়ে কাজ করতেন। কারাইভাসের হত্যার ঘটনার দ্রæত তদন্তের নির্দেশ দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। বিবিসি।


৩ সেনা নিহত
মিয়ানমারের প্রশাসনিক অঞ্চল সাগাইংয়ের তামু এলাকায় গুপ্ত হামলা চালিয়ে অন্তত তিন সেনা সদস্যকে হত্যা করেছে সামরিক অভ্যুত্থান বিরোধীরা। শনিবার শিকারি বন্দুক দিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। স্থানীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কালায় অঞ্চলে মোতায়েন করা সেনারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে তামুতে আসার খবর পেয়ে যায় স্থানীয়রা। শনিবার দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা সেনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাখে। এশিয়ান হাইওয়েতে সেনা বহর ওঠার পর সংঘর্ষ শুরু হয়ে যায়। মিয়ানমার নাউ।


ঘূর্ণিঝড়ে নিহত ২
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ও ভারি বৃষ্টিপাতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। শনিবার লুইজিয়ানা, আলাবামা, ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড় আঘাত হানে। এতে বেশকিছু স্থানে গাছপালা উপড়ে যায়। গাড়ি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বেশকিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের আঘাতে লুইজিয়ানাতেই বেশ কয়েকজন হতাহত হন। এএফপির স‚ত্রে মতে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি বছর বেশ কয়েকটি হারিকেন আঘাত হানবে যুক্তরাষ্ট্রে। এর আগে গত বছর অন্তত ৩০টি ঝড় আঘাত হানে দেশটিতে। এএফপি।


তিন তালাক
পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচনে লড়াইয়ে মেরুকরণের নানা প্রসঙ্গের মধ্যেই এবার ‘তিন তালাক’ নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকার ‘তিন তালাক’ প্রথা রুখতে কড়া আইন করলেও তৃণম‚ল তার বিরোধিতা করে মুসলিম নারীদের বিরুদ্ধে গেছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণের দিন এক সভায় এসব কথা বলেন মোদি। এদিন পশ্চিমবঙ্গে দুটি সভা করেন তিনি। প্রথমটি শিলিগুড়িতে ও পরেরটি নদিয়ার কৃষ্ণনগরে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ