Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বগুড়ায় করোনায় মৃত ১ শনাক্ত ১১৯

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ৬:৫৪ পিএম

বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৪১২টি নমুনার ফলাফলে নতুন করে ১১৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। গত এক মাসের মধ্যে এটি সর্বোচ্চ।
আক্রান্তের হার ২৮ দশমিক ৮৮শতাংশ। এদিকে করোনায় আক্রান্ত হয়ে শাহীনুর আকন্দ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া শহরের জয়পুরপাড়ার বাসিন্দা শাহীনুর শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

নতুন আক্রান্ত ১১৯ জনের মধ্যে সদরের ১১৪ জন, শেরপুরের ২জন বাকি ৩জন নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুরের বাসিন্দা। রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

এছাড়া ডা. তুহিন জানান, ১০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০৭টি নমুনায় ১১৭ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১২ নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৯০৬ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৯২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৮ জনে ঠেকেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ