বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইতে রাতের অন্ধকারে বিএনপি কার্যালয় গুঁড়িয়ে দেয়ায় মিরসরাই পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল বৃহ¯পতিবার এক সংবাদ সম্মেলন মীরসরাই কলেজ রোডস্থ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মীরসরাই সাংবাদিক ইউনিয়ন ও মিরসরাই রিপোর্টার্স ইফনিট-এর যৌথ সমন্বয়ে উক্ত সংবাদ সম্মেলনে অশ্রæসজল নয়নে বেদনা ভারাক্রান্ত মুখে লিখিত বক্তব্য পাঠ করেন মীরসরাই পৌর বিএনপির সভাপতি ফকির আহাম্মদ। অশ্রæসজল নয়নে ফকির আহাম্মেদ বলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার স্মৃতিবিজড়িত হাজার হাজার নেতাকর্মীর আশ্রয়স্থল এই বিএনপি অফিসটি এখন থেকে ৩৬ বছর পূর্বে স্থাপন করা হয়েছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার একদলীয় গণতন্ত্র কায়েম করতে নির্মমভাবে রাতের আঁধারে সেদিন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় আমাদের প্রাণপ্রিয় সংগঠন বিএনপির কার্যালয়টি। এমন নিন্দনীয় কাজ পৃথিবীর ইতিহাসেই লজ্জাস্কর। তিনি বলেন, এই কার্যালয়টি নির্মাণ করতে আমাদের দলের ২০ লক্ষ টাকা ব্যয় হয়েছে, অথচ সরকার দলের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন এই কার্যালয় ভেঙে প্রতিহিংসার রাজনীতির জন্ম দিলেন। যার খেসারতও তাদের দিতে হবে বলে বিএনপি নেতাগন হুশিয়ারি বক্তব্য প্রদান করেন।
লিখিত বক্তব্য পাঠকালে পৌর বিএনপি আহŸায়ক ও নেতাকর্মীগণ আবেগপ্রবণ হয়ে অশ্রæপাতও করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহŸায়ক জামশেদ আলম, পৌর যুগ্ম ও স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক খায়ের উল্লাহ, সাবেক উত্তর জেলা বিএনপি সদস্য নুর মোহাম্মদ, আমীর হোসেন, নুর নবী ভাসানী, হারুন অর রশিদ, রেজাউল হক, মোঃ ফরিদুল ইসলাম, যুবদলের আহŸায়ক আব্দুল মান্নান রানা, আবু তাহের, উপজেলা ছাত্রদলের সদস্য ফরহাদ হোসেন, ছাত্রদল কর্মী রিহান, জাহেদ, নুর উদ্দিন সাজ্জাদ, সোহাগ প্রমুখ। উল্লেখ্য যে, গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলা সদরস্থ দ্বিতল বিএনপি কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় মীরসরাই পৌর কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।