বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মো: দেলোয়ার হোসেন ও আব্দুল মান্নান কালিয়াকৈর থেকে : বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ঘরমুখী মানুষের কষ্ট লাগব হবে। ঈদের জামায়েতে যেন কোনো সন্ত্রাসী হামলা না ঘটে, সে ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। ঈদের জামায়াতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে কি না, সেটা গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর নির্ভর করে। এতো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। তাই প্রত্যেকটা ঈদ জামায়াত যেন নিরাপত্তার সঙ্গে পালন করা যায় সেজন্য স্থানীয় জনতাকে সম্পৃকতা করেছি। প্রতি জামায়াতের যারা আয়োজক ও গণ্যমান্য ব্যক্তি তাদের সমন্বয়ে একটি কমিটি করতে বলা হয়েছে। নিরাপত্তার যে বিষয় দেখতে হবে সেগুলো তাদের জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।
আমরা সব সময় অনুরোধ করি মহাসড়কের পাশে যেন পশুর হাট না বসে। যদিও পশুর হাট বসে, যেন কোনো অবস্থাতেই গরু মহাসড়কে উঠতে না পারে। এছাড়া আকাশের অবস্থা ভালো থাকলে শত প্রতিকূলের মধ্যে কোনো সমস্যা হবে না। মানুষ নির্বিঘেœ বাড়ি যেতে পাররে। মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, মলমপার্টি, পকেটমারসহ কোনো অপরাধ যেন না হয়। সেজন্য সব জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে। পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ঘরমুখো মানুষের কষ্ট লাগব হবে বলে জানান তিনি।
তিনি বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন, যানজট ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন-এডিশনাল ডিআইজি মাহাবুবুর রহমান, আব্দুল মালেক, আবুল কালাম আজাদ, গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদ, হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।