Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্তঃসত্ত্বা অ্যাথলেটকে কুর্নিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

কথায় আছে মায়েরা পারেন না এমন কোনও কাজ পৃথিবীতে হয় না। যেকোনও অসাধ্য সাধন করতে পারেন একজন মা। আর সে কথাই প্রমাণ করেছেন আফ্রিকার দেশ নাইজেরিয়ার এক অ্যাথলেট।
আট মাস গর্ভবতী হয়েও তাইকান্ডো প্রতিযোগিতায় নামলেন। শুধু নামলেনই না, জিতলেন সোনার পদকও। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ওই মহিলার কীর্তিকে কুর্নিশও জানিয়েছেন।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নাইজেরিয়ায় আয়োজিত হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যাল। তাতেই তাইকান্ডো বিভাগে নেমেছিলেন আমিনাত ইদ্রিস নামে ২৬ বছর বয়সি ওই অ্যাথলেট।

তবে অন্যান্যদের মতো তার শারীরিক অবস্থা ছিল না। কারণ ততদিনে তিনি আটমাসের অন্তঃসত্ত্বা। তা সত্তে¡ও মনের জোরে প্রতিযোগিতায় অংশ নেন। তবে শুধু অংশ নেওয়াই নয়, সবাইকে অবাক করে সোনার মেডেলও জিতে নেন। তার টুর্নামেন্টে লড়ার ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ইদ্রিস জানান, ‘এটা আমার কাছে খুবই সম্মানের। কয়েকদিন ট্রেনিং করার পরই আমি টুর্নামেন্টে নামার ব্যাপারে মনস্থির করে ফেলি। সোনার মেডেল জিতে তাই খুবই ভাল লাগছে।’
ইতোমধ্যে নেটিজেনরাও তার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। গর্ভবতী হয়েও সোনার মেডেল জেতা, তাও আবার তাইকান্ডোর মতো খেলায়, সত্যিই অবাক করার মতো ঘটনায়। সূত্র : সিএনএন, রিপাবলিক ওয়ার্ল্ড।



 

Show all comments
  • Harunur Rashid ১১ এপ্রিল, ২০২১, ৭:১৮ এএম says : 0
    Congratulation!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ