প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সাইফুল ইসলাম মান্নু নতুন সিনেমা নির্মাণ শুরু করেছেন। তার নতুন সিনেমার নাম ‘পায়ের ছাপ’। ইমপ্রেস টেলিফিল্ম লি: এর প্রযোজনায় চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক মাননু নিজেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহনের সময় তিনি বলেছিলেন, পরবর্তী চলচ্চিত্র তিনি নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান বিষয় নিয়ে নির্মাণ করবেন। সাইফুল ইসলাম মাননু বলেন, দরিদ্র পরিবারে বৈরী পরিবেশে বেড়ে ওঠা এক কিশোরীর আত্মবিশ্বাস আর কাজের প্রতি একাগ্রতার মাধ্যমে জীবনের আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর কাব্যময় জীবনই চলচ্চিত্রটিতে তুলে ধরা হবে। আমাদের দেশের বেশির ভাগ মানুষই নিজের দায়িত্বের ব্যাপারে ভীষণ রকম উদাসীন। অসংগতীর সব দায় তারা রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে চাপিয়ে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলতেই বেশি পছন্দ করেন। আমি একজন চলচ্চিত্র পরিচালক, একজন নাট্যকার। সুতরাং আমি আমার লেখনি এবং নির্মাণের মাধ্যমে এমন কিছু বিষয় তুলে ধরতে চাই, যা সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূণ। মাননু বলেন, আমি এই চলচ্চিত্রটির মাধ্যমে ঐসব তরুণ-তরুণীকে এক ধরনের সাহস জোগাতে চাই। বলতে চাই, সততা, চেষ্টা, আর পরিশ্রম করলে শতভাগ সফল না হলেও একটা জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব। মাননু বলেন, আমার এবারের সিনেমার বড় স্টার হচ্ছে গল্প। এই গল্প ঘিরে সমাগম ঘটবে অনেক গুণী শিল্পীর। গল্পটির নাম ভুমিকায় অভিনয় করবে লাক্স তারকা রাখি মাহবুবা এবং শিশুশিল্পী মায়মুনা ইসলাম মেধা। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রাণ রায় চৌধুরী, দীপা খন্দকার, রাজীব সালেহীন, দীপান্বীতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, শাহানা সুমি, গাজী আব্দুর নুর, তুষার খান, খলিলুর রহমান কাদরী সহ আরো অনেকে। উল্লেখ্য, ২০১৮ সালে সাইফুল ইসলাম মাননু পরিচালিত ‘পুত্র’ সিনেমাটি মোট ১১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।