প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আরেকজন ভারতীয় তারকা ইসলাম ধর্মীয় বিশ্বাসের কারণে শোবিজ ছাড়লেন। কাশ্মীরে জন্মগ্রহণকারী ‘রোডিজ রেভোলিউশন’ প্রতিযোগী সাকিব খান ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন, তিনি আল্লাহ’র ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ এক পোস্টে তিনি জানিয়েছেন আর অভিনয়ের বা মডেলিংয়ের কোনও কাজ নেবেন না তিনি। তিনি আরও জানান কোনও কাজ নেই বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন নয়, বরং তিনি কুপথে চলে যাচ্ছিলেন এমন উপলব্ধি থেকে আর শান্তি অর্জনের জন্য ইসলামের পথ বেছে নিচ্ছেন। তিনি মনে করেন তাকে নিয়ে আল্লাহ তালার বিকল্প কোনও পরিকল্পনা আছে, আর সেটাই উত্তম। দীর্ঘ পোস্টের শুরু করেছেন এভাবে, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভাল আছেন। আমার আজকের পোস্ট শোবিজ ছাড়া নিয়ে, সুতরাং আমি ভবিষ্যতে আর অভিনয় আর মডেলিং করব না। এমন নয় যে আমার হাতে বেশি কাজ নেই বা আমি হাল ছেড়ে দিচ্ছি। আমার ভাল কিছু কাজের প্রস্তাব ছিল। ব্যস আল্লাহর ইচ্ছা নেই, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভাল কিছু ভেবেছেন। ইনশা আল্লাহ। তিনি আরও লিখেছেন, মোদ্দা কথা হল আমি কুপথে (গুমরাহ) চলে যাচ্ছিলাম। আর ইসলামের শিক্ষার বিরুদ্ধে কাজ করছিলাম। আমি আল্লাহ’র কাছে নিজেকে সমর্পণ করছি। আমি যে শান্তির সন্ধান করছিলাম সে তো আমার সামনেই আছে আমার কিতাবে (পবিত্র কোরআনে)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।