Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীকাল জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে যোগ দিচ্ছেন নাজমুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ৬:০২ পিএম

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে আগামীকাল রোববার নতুন কনসাল জেনারেল হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ নাজমুল হক। বর্তমানে তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। সেখান থেকে আগামীকাল ১১ এপ্রিল তিনি জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে যোগ দেবেন। সউদীর রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে। গত মঙ্গলবার সাংবাদিকদের মোবাইল  ফোনের নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ নাজমুল হক। নতুন কর্মস্থলে যোগ দিতে আজ শনিবার রাতে তিনি বার্মিংহাম থেকে সউদী আরবের জেদ্দায় পৌঁছাবেন। আড়াই বছর ধরে বার্মিংহামে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন নাজমুল হক। এর আগে তিনি ওয়াশিংটন, মেক্সিকো সিটি ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ও মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এবারে তিনি কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করবেন সউদী আরবের জেদ্দায়। মোহাম্মদ নাজমুল হকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। নাজমুল হকের স্ত্রী রাশেদা রওনক খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ