মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাইওয়ানের সুন্দর সান মুন লেকে এক বছর আগে ঘুরতে গিয়েছিলেন চেন। নৌবিহারের সময় অসাবধানতায় চেনের আইফোনটি লেকের পানিতে পড়ে যায়। ফোনটি পাওয়ার আশা ছেড়ে দেন চেন। এক বছর পর তিনি সেই ফোন ফিরে পেয়েছেন, তাও সচল অবস্থায়। খবরটা জানার পর আনন্দ আর উত্তেজনায় ঘুমাতে পারেননি চেন।
জানা গেছে, এক সপ্তাহ আগে সান মুন লেকে কাজ করা এক শ্রমিক চেনকে সুখবরটি দেন। চেন বলেন, ফোনের ওয়াটারপ্রæফ কেসটি শুকনা মাটি দিয়ে ঢাকা ছিল। ওয়াটারপ্রæফ কেসটি সুরক্ষা দেয়ার কারণেই ফোনটি সচল রয়েছে। গত ৫৬ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে তাইওয়ান। সান মুন লেক তাইওয়ানের অন্যতম প্রধান হ্রদ। এ লেকের পানি খরায় শুকিয়ে গেছে। চেন বলেন, যে শ্রমিক তাকে ফোনটি ফিরিয়ে দিয়েছেন, তিনি জানিয়েছেন, লেকের পানির স্তর ৫০ থেকে ৬০ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় এ লেকের কিছু অংশ একেবারে শুকিয়ে গেছে। কিছু অংশে সবুজ ঘাসও জন্মেছে।
খরার তীব্রতায় তাইওয়ানে পানির সংকট এত বেড়েছে যে তাইচুং, মিয়াওলি ও উত্তরের চ্যাংঘুয়া প্রদেশের শহরগুলোতে রেশন পদ্ধতিতে পানি সরবরাহ করা হচ্ছে। এসব এলাকার বাসিন্দাদের চুলে শ্যাম্পু না করা এবং গাড়ি না ধোয়ার পরামর্শ দেয়া হয়েছে। অনেকেই বাথটাবে পানি জমিয়ে রেখে ব্যবহার করছেন। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।