Inqilab Logo

বুধবার ০৯ অক্টােবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ০৫ রবিউস সানী ১৪৪৬ হজিরী

সিলেট উইমেন্স মেডিকেলের ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করেছে সিলেট উইমেন্স মেডিকেলের ইন্টার্ন ডাক্তাররা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় তাদের এ কর্মসূচি। এদিকে নভেম্বর মাস থেকে বেতন বৃদ্ধি করা হবে-কর্তৃপক্ষের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুরে চিকিৎসকরা ধর্মঘট স্থগিত করেন। তবে কর্তৃপক্ষ কোন লিখিত আশ্বাস না দিলে আবার ধর্মঘট শুরু করবেন বলে হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী চিকিৎসক ডা. পিয়ংকা সাহা জানান, সিলেটের অন্য হাসপাতালগুলোর ইন্টার্ন ডাক্তাররা সরকার নির্ধারিত মাসিক ১৫ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। কিন্তু উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয় মাত্র ১০ হাজার টাকা।
এ নিয়ে দীর্ঘদিন থেকে অসন্তোষ বিরাজ করছিল। এর জের ধরে তারা ধর্মঘট শুরু করে। তবে আপাতত ধর্মঘট স্থগিত হলেও আবার যেকোন সময় শুরু হতে পারে। কারণ, নভেম্বর থেকে বেতনবৃদ্ধি করা হবে এমন লিখিত আশ্বাস দিতে টালবাহানা করছেন কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট উইমেন্স মেডিকেলের ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ