বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে প্রথম দিনে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন চার হাজার ৫৯৮ জন। বৃহস্পতিবার মহানগরীর ১০টি এবং ১৪ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হয়।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, প্রথমদিনে চট্টগ্রাম মহানগরীতে দুই হাজার ৬৩ জন এবং ১৪ উপজেলায় দুই হাজার ৫৩৫ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০১ জন। এর মধ্যে মহানগরীর ৫০০ জন এবং উপজেলাগুলোতে ৩০১ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন মোট চার লাখ ৩৫ হাজার ৪১৬ জন। চট্টগ্রামে টিকার প্রথম ডোজের জন্য এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে পাঁচ লাখ ২১ হাজার ১৬৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।