Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউরেটর গামিনিকেও ছাড়েনি করোনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

করোনার বাড়বাড়ন্তের কারণে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। তবুও এই মহামার্র থেকে রেহাই পাননি বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। দেশের ক্রিকেট আপাতত স্থগিত হওয়ায় ছুটি নিয়ে নিজ দেশ, শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল গামিনির। যে কারণে করোনা পরীক্ষা করানো হয় তার। তাতেই ‘পজিটিভ’ আসে গামিনির। বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

‘প্রধান কিউরেটর ছুটি নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সে কারণেই তার কোভিড পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হন। আপাতত বিশ্রামে থেকে চিকিৎসা নিতে হবে বলে তার শ্রীলঙ্কায় নিজ দেশে যাওয়া হচ্ছে না। নেগেটিভ হলেই দেশে ছুটিতে যেতে পারবেন।’
আপাতত ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে গামিনি ডি সিলভাকে। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ এলেই শ্রীলঙ্কায় যেতে পারবেন বিসিবির এই প্রধান কিউরেটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ