পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
লকডাউনেও কর্পোরেশনের জরুরি সেবা কার্যক্রম চালু আছে জানিয়ে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, নগরবাসীর পাশে আছে চসিক। পরিচ্ছন্ন, আলোকায়ন, রাস্তার প্যাচওয়ার্ক চলমান আছে এবং সিটি কর্পোরেশন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে চিকিৎসা সেবাও চালু আছে।
তিনি গতকাল বৃহস্পতিবার ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে নগরীর পাঁচলাইশ ওয়ার্ডের সামাদপুরখাল ও লালখাল থেকে জমাট বাঁধা আবর্জনা, মাটি অবমুক্তকরণ এবং পরিচ্ছন্ন কর্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, লকডাউনে সরকারের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। আমরা যদি নিজেরা সর্তক না থাকি তাহলে সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়বে। সিটি কর্পোরেশন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।
এছাড়া তিনি করোনা সচেতনতায় নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলরদের স্ব-স্ব ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ, বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিক, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।