Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নতুন করে কালজয়ী ১১ গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

দেশের কালজয়ী ১১টি গান নতুন করে গেয়েছেন ১১ জন সঙ্গীতশিল্পী। গানগুলো নতুন করে শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন। এসব গানে কণ্ঠ দিয়েছেন, ফাহমিদা নবী, মিলন মাহমুদ, সন্দীপন দাস, লিজা, বিউটি, কেয়া রহমান, শফি মন্ডল, পুষ্পিতা, লায়লা, ঈশিতা ও আর জে রাজু। নতুন করে গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক সজীব দাস। এরই মধ্যে গানগুলো রেকর্ডিং স¤পন্ন হয়েছে। গানগুলো নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। সা¤প্রতি ঢাকার একটি শুটিং হাউজে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। পরিচালক আর জে রাজু বলেন, এটি আমার স্বপ্নের প্রজেক্ট। দীর্ঘ সময় নিয়ে কাজটি গুছিয়ে করেছি। সবাই খুবই আন্তরিকভাবে কাজ করেছেন। ফাহমিদা নবী বলেন, আমাদের কালজয়ী গানগুলো নতুন করে শ্রোতাদের সামনে উপস্থাপন করার জন্য এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি, গানগুলোর নতুন আয়োজন শ্রোতাদের নস্টালজিক করে তুলবে। আমাদের সমৃদ্ধ গান এ প্রজন্মের সামনে তুলে ধরে দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নেয়ার এ প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে আমি খুশি। গানগুলো স্বপ্নধরা স্টুডিওর ব্যানারে হাউজফুল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে শিঘ্রই মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালজয়ী ১১ গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ