Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে গাছের চাপায় শ্রমিকের মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ৭:২১ পিএম

ইন্দুরকানীতে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় আব্দুর রহিম হাওলাদার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর ভবানিপুর গ্রামের লোকমান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়,লোকমান হাওলাদারের বাড়িতে একটি চম্বল গাছ কাটার সময় গাছের একটি খন্ড অসাবধানতার কারণে গাছ কাটা শ্রমিক আব্দুর রহিমের গায়ের উপরে এসে পড়ে। ঘটনাস্থলে সে চাপা পড়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বিকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শ্রমিক আব্দুর রহিম মারা যান । আব্দুর রহিম উত্তর ভবানিপুর গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। রহিমের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, গাছ কাটতে গিয়ে গাছ চাপায় আব্দুর রহিমের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাছ চাপায় মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ