বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে রিমা বেগম (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, গত ৪ বছর আগে কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে সজিব হাওলাদারের (২৭) সাথে একই ইউনিয়নের দীঘিরপার গ্রামের বাবু মৃধার মেয়ে রিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে রাইসা নামের তিন বছরের এক মেয়ে আছে। ৩-৪দিন আগে পারিবারিকলহের জের ধরে সজিব হাওলাদার তার স্ত্রী রিমা বেগমকে মারধর করে।
ঘটনার দিন বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে রিমু বেগমকে অসুস্থ অবস্থায় কালিশুরী স্লোব বাংলাদেশ নামের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এরপর রিমু বেগমের লাশ স্বামীর বাড়ি নিয়ে যাওয়া হয়।
দাফনের জন্য লাশের গোসলের সময় কয়েকজন নারী তার শরীরে বিভিন্ন জায়গা নির্যাতনে চিহ্ন দেখতে পান। বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে তারা লাশ দাফনে বাধা দেন।
এ খবর শুনে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন,‘ স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে আমি বিষয়টি থানা পুলিশকে জানাই।’
মৃত রিমু বেগমের স্বামী সজিব বলেন, ‘১০-১২ দিন আগে আমার স্ত্রী ডায়েরিয়ায় আক্রান্ত হয়। শারীরিক দুর্বলতার কারণে তিনি মারা গেছেন। আমি আমার স্ত্রীকে নির্যাতন করেননি।’
এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন (তদন্ত) বলেন,‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্দেহজনক হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।