Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রতন কুমারের প্রথম মিউজিক ভিডিও হাসি

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে ভালবাসা দিবসে সঙ্গীতার ব্যানারে প্রথম রিলিজ হয় সঙ্গীতশিল্পী রতন কুমারের ১২টি গানের একক অ্যালবাম, ‘দিওনা আমায় ফিরিয়ে’। ১০টি গানেরই কথা ও সুর শিল্পী নিজেই করেন। সম্প্রতি ইউটুবে লেভেল : সঙ্গীতা মিউজিকে রিলিজ হয় তার লেখা, সুর করা ও গাওয়া ‘হাসি’ শিরোণামের একটি মিউজিক ভিডিও। উত্তরা ও এয়ারপোর্টের বিভিন্ন লোকেশনে তৈরি হয় গানটির ভিডিও চিত্র। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। একস্টিক বাঁশিতে ছিলেন শহীদ, গীটারে তমাল। গানটিতে মডেলিং করেছেন শিল্পী নিজে এবং রুপু। পরিচালনা করেছেন ইমন ও নীলয়। এটি রতন কুমারের প্রথম মিউজিক ভিডিও। গানটি রিলিজ হওয়ার পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান রতন কুমার। পাশাপাশি আরো মিউজিক ভিডিও করবেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রতন কুমারের প্রথম মিউজিক ভিডিও হাসি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ