Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্লো অ্যান্ড লাভলী’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৪ এএম

স্কিন কেয়ার ব্র্যান্ড ‘গ্লো অ্যান্ড লাভলী’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গ্লো অ্যান্ড লাভলী’র সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি। এখন থেকে ‘গ্লো অ্যান্ড লাভলী’র বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন তিনি। গত বছর ইউনিলিভার-এর ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নতুন নামকরণ করা হয় ‘গ্লো অ্যান্ড লাভলী’। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর আফজাল হাসান খান বলেন, গ্লোবাল স্কিন কেয়ার ব্র্যান্ড হিসেবে সৌন্দর্যের ধারণাকে আমরা নতুনভাবে দেখছি এবং সকল রঙের ত্বকের যত্নে পাশে থাকছি। ‘গ্লো অ্যান্ড লাভলী’ আত্মবিশ্বাসী হতে এবং নিজের সেরা রূপ প্রকাশ করতে সাহায্য করে। সবার কাছে পৌঁছানো ও সকল রঙের ত্বকের যত্ন নেয়াই আমাদের লক্ষ্য। নারীর নিজস্ব পরিচয় তেরিতে আমরা বিরামহীনভাবে তাদের পাশে থাকার পাশাপাশি নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজের যোগ্যতায় নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই সাফল্যগাঁথাকে তুলে ধরার চেষ্টা করছি। তিনি বলেন, আইকনিক এই ব্র্যান্ডটি সাবিলা নূরকে ‘গ্লো অ্যান্ড লাভলী’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। আমাদের প্রত্যাশা, আত্মপরিচয় তৈরির পথ অনুসরণে নারীদেরকে তিনি দারুণভাবে অনুপ্রাণিত করবেন। এছাড়া নারী ক্ষমতায়নে আমাদের ব্র্যান্ড এর বিশেষ উদ্যোগ ‘গ্লো অ্যান্ড লাভলী ক্যারিয়ারস’ এর সঙ্গেও তিনি যুক্ত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ