প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জী, আবার আবীর চ্যাটার্জী থেকে টোটা রায় চৌধুরী। এদের সবার মাঝে একটা মিল আছে, এরা সবাই সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি চৌকস বাঙালি শখের গোয়েন্দা ফেলুদা ওরফে প্রদোষ মিত্র’র ভূমিকায় অভিনয় করেছেন বিভিন্ন সময়। আর এখন ফেলুদার ভূমিকায় অভিনয় করবনে ইন্দ্রাশিস রায়। তবে চলচ্চিত্রে বা টিভিতে নয় তিনি প্রদোষ মিত্তিরের ভূমিকায় অভিনয় করবেন মঞ্চে। মঞ্চরূপ পরিচালনা করবেন শুভদীপ চক্রবর্তী, আবার তিনিই মঞ্চে জটায়ুর ভূমিকায় অভিনয় করবেন। মঞ্চনাটকটি মঞ্চস্থ হবে ‘গোলাপি মুক্তো রহস্য’ অবলম্বনে। মঞ্চায়ন করবে অঙ্কুরের শিল্পী কুশলীরা। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন ইন্দ্রাশিস মঞ্চে পারফর্ম করার জন্য। ‘আমি আসলেই রোমাঞ্চিত, তবে আমি এই মুহূর্তে আইকনিক চরিত্র ফেলুদার নির্দেশনা দিয়েই চালিত হচ্ছি,’ অভিনেতা বলেন, ‘আমি খুব পাকা মঞ্চাভিনেতা নই তাই প্রচুর কর্মশালা আর অধ্যবসায় লাগছে। প্রত্যাশার কাছে পৌঁছতে প্রশিক্ষণ নিচ্ছি। এই প্রক্রিয়ায় আমি সন্তুষ্ট।’ মঞ্চে এটি ইন্দ্রাশিসের দ্বিতীয় কাজ। এর আগে তিনি দেবপ্রতীম দাশগুপ্ত’র নির্দেশনায় কাজ করেছেন। অঙ্কুর স›দ্বীপ রায়ের কাছ থেকে ‘গোলাপি মুক্তো রহস্য’র মঞ্চায়ন স্বত্ব সংগ্রহ করেছে। সঙ্গীত স্বত্বও পেয়েছে দলটি। নাটকের সঙ্গীত পরিচালনা করবনে নবারুণ বোস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।