প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ওয়েস্টওয়ার্ল্ড’ তারকা ট্যান্ডি নিউটন এখন থেকে তার ‘আসল’ নামে পরিচয় দেবেন। এমি জয়ী ব্রিটিশ অভিনেত্রী জানিয়েছেন এখন থেকে টিভি ও ফিল্মের ক্রেডিটে তার নাম হবে ট্যান্ডিউই নিউটন। ‘এটাই আমার নাম। এটাই বরাবর আমার নাম ছিল। আমি আমার আসল নামে ফিরে যাচ্ছি,’ তিনি ব্রিটিশ ভোগ সাময়িকীকে বলেন। তিনি জানান জিম্বাবুয়ের বান্টু ভাষার শোনা উপভাষায় ট্যান্ডিউই অর্থ ‘প্রিয়’, তার মা জিম্বাবুয়েয়ান। ‘মিশন: ইম্পসিবল টু’ এবং ‘ক্র্যাশ’ ফিল্মগুলোতে তার ট্যান্ডি নামটিই ব্যবহৃত হয়েছে। ক্যাথলিক স্কুলে নামের ডব্লিউ অক্ষরটি বাদ পড়ে যায়। তিনি অক্ষরটি ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। শেষে তার প্রথম ফিল্ম ‘ফ্লার্টিং’-এ ভুল নামটিই রয়ে যায় আর সেটিই প্রতিষ্ঠিত হয়ে যায়। বর্ণবাদ ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার অভিনেত্রীটি এখন তার শুদ্ধ নামেই পরিচিত হতে চান। ‘যারা আসল আমাকে দেখে তাদের সঙ্গে আছি বলেই আমি এই জগতের প্রতি কৃতজ্ঞ,’ তিনি বলেন, ‘কাল মানুষ বলে অনেকে ‘আলাদা’ বলে চিহ্নিত করেনা বা বৈষম্য করে না কারণ সেখানে আমি একা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।