Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনির হাওরে ধান কাটলেন সুনামগঞ্জের ডিসি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ৪:৩২ পিএম

ভাটি বাংলার জনপদ সুনামগঞ্জের তাহিরপুর সদরে ভাটি তাহিরপুর গ্রামের কৃষক জিয়াউর রহমানের পাকা বোরো ধান কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে ধান কাটা উৎসব। জেলার সর্ববৃহৎ শনি হাওরের একটি পাকা বোরো জমিতে এই ধান কাটা উৎসবে যোগ দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষক নেতৃবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এ উপজেলায়। তবে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬৫ হাজার ৭৯০ হেক্টর। আজ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কৃষক জিয়ার জমির পাড়ে যেয়ে শ্রমিকদের পাশে থেকে ধান কাটতে শরিক হন করেন তাঁরা। এক পর্যায়ে ধান কাটা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও পদ্মাসন সিংহ , উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আ’লীগ নেতা সেলিম আখঞ্জী, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি আলম জিলানী সুহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ