রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইনকিলাব ডেস্ক : সিনেটের অভিশংসনে পদ থেকে বরখাস্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করেছেন। বিবিসি বলছে, গত মঙ্গলবার রাজধানী ব্রাসিলিয়ার আলভোরাডা প্রাসাদ ত্যাগ করার সময় তাকে বিদায় জানাতে সমর্থক ও সহকর্মীরা প্রাসাদের বাইরে দাঁড়িয়ে ছিলেন, তাদের অনেকে ফুল দিয়ে রুসেফকে বিদায় জানান। পরবর্তী নির্বাচনে সুবিধা পেতে বাজেটে ঘাটতি কমিয়ে দেখানোর অভিযোগে রুসেফকে গেত সপ্তাহে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এর আগে অভিশংসনে বাজেট ঘাটতি কমিয়ে দেখানোর জন্য তাকে দোষী সাব্যস্ত করে সিনেট। তবে ভুল কোনোকিছু করার কথা অস্বীকার করেছেন রুসেফ। অভিশংসনকে সাংবিধানিক ক্যু বলে অভিহিত করেছেন তিনি। ব্রাজিলের টেলিভিশনে দেখানো হয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদ থেকে হেঁটে বের হওয়া রুসেফকে ঘিরে রেখেছেন তার নিজ দল ওয়ার্কার্স পার্টির সাবেক মন্ত্রী ও কংগ্রেস সদস্যরা।
এ সময় তার সমর্থকরা তার দিকে হাত বাড়িয়ে বিভিন্ন উপহার তুলে দেন। এ সময় ৫৬ বছর বয়সী সমর্থক সেসিলিয়া মোন্তিয়ার বলেন, অনেক অনেক দুঃখিত, মনে হচ্ছে দেশটি এতিম হয়ে গেল। ব্রাসিলিয়া থেকে বিমানে করে তিনি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর পোর্তো অ্যালেগরে-তে চলে যান। সেখানেই তার বাস। বিমানবন্দরে আসার পর অপেক্ষমাণ সমর্থকরাও তাকে ব্যাপক শুভেচ্ছা জানান। প্রেসিডেন্ট পদ থেকে রুসেফকে বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমের ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর মাধ্যমে ব্রাজিলে বামপন্থি ওয়ার্কার্স পার্টির টানা ১৩ বছরের শাসনের অবসান হয়। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।