Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে জমি দখলে বাধা দেয়ায় মহিলাসহ ৩ জনকে লাঠিপেটা

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন এক গৃহবধূর ক্রয়কৃত ১২০ অযুতাংশ জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জবরদখলে বাধা দেয়ায় মহিলাসহ তিনজনকে লাঠিপেটা করে গুরুতর আহত করা হয়েছে। এছাড়া কোনো প্রকার থানা পুলিশ করলে ওই নারীর পরিবারের সদস্যদের হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি  দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ কারীমা বেগম জানান, তিনি ও তার ভাসুরের স্ত্রী শাহিনুর বেগম দেড় শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। একই এলাকার প্রতিপক্ষ সাদ্দাম ও জসিম দীর্ঘদিন ধরে কারীমা বেগম ও শাহিনুরের ক্রয়কৃত ১২০ অযুতাংশ জমি অবৈধভাবে জবরদখলের পাঁয়তারা করে আসছে। জমি দখল না দিলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে প্রতিপক্ষের লোকজন। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বিভিন্ন সময় হত্যার হুমকি দেয়। কারীমা বেগম ও শাহীনুর তাদের জমিতে ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ সাদ্দাম ও জসিমসহ অজ্ঞাত ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘর নির্মাণে বাধা দেয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ঘর নির্মাণ শ্রমিকদের গালমন্দ শুরু করে। প্রতিবাদ করায় কারীমা বেগম, শাহীনুর বেগম, আইয়ুব রহমানকে লাঠিপেটা করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে জমি দখলে বাধা দেয়ায় মহিলাসহ ৩ জনকে লাঠিপেটা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ