Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মঠবাড়িয়ার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৫

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
উপজেলার আলগী পাতাকাটা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে দু’দল যুবকের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত খলিল ফকিরের ছেলে কলেজছাত্র রুম্মান ফকির (২০) ও শাহজাহান ফরাজীর ছেলে সুমন ফরাজীকে (২৫) এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রুম্মানের ওপর তার প্রতিপক্ষের লোকজন আবারও হামলা চালায়। এসময় হাসপাতালের ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: ফেরদৌস ইসলাম জানান, বহিরাগতদের জরুরি বিভাগে এ হামলার ঘটনায় কিছু সময়ের জন্য চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। এদিকে পরপর দুইবার হামলায় গুরুতর আহত রুম্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আহত সুমনকে শেরেবাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান,  এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঠবাড়িয়ার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ