রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় চা দোকানি বাদল খাঁ হত্যা মামলায় আটক চার আসামিকে দুই দিন করে রিমান্ডে এনেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামিদের খাগড়াছড়ির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো: নোমানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলোÑ মো: নাসির হোসেন, মো: ছিদ্দিক, মো: আনোয়ার হোসেন ও মো: নাসির (পিসি)। প্রসঙ্গত, গত সোমবার সকালে দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী অনাথ আশ্রম এলাকায় নিজ চা দোকান থেকে উপজেলা বিএনপির সদস্য বাদল খাঁর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত বাদল খাঁর শ্যালক আবু বক্কর ছিদ্দিক বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই দিন পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ধারণা, আটককৃতরা হত্যাকা-ে জড়িত থাকতে পারে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মো: ফয়জুল করিম জানান, আশা করছি শিগগিরই হত্যাকা-ের রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।