প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় জম্বি ড্রামা সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর একাদশ ও শেষ মৌসুমের প্রিমিয়ার হবে ২২ আগস্ট। গত সপ্তাহে ১০ম মৌসুমের শেষ পর্বটি প্রচারিত হয়েছে এএমসি নেটওয়ার্কে। গৌণ কয়েকটি চরিত্রকে নিয়ে ১০ম মৌসুমের বাড়তি কয়েক পর্বের মধ্য দিয়ে ১১তম মৌসুমের সূচনা হবে। সিরিজটির স্রষ্টা অ্যাঞ্জেলা ক্যাঙ প্রতিশ্রুতি দিয়েছেন চূড়ান্ত পর্বটি হবে সবচেয়ে আকর্ষণীয়। ‘এতে আমাদের প্রচেষ্টা হবে চূড়ান্ত: আমরা আরও জম্বি দেখব, দেখব আরও অ্যাকশন; থাকবে নতুন গল্প। এমন লোকেশন আগে দেখান হয়নি। আমাদের গ্রুপ প্রথমবারের মত এক হচ্ছে এক কমিউনিটিতে হুইস্পারার তাদের কাছ থেকে যা কেড়ে নিয়েছে তা তারা নতুন করে তৈরি করবে,’ তিনি বলেন। আটটি ছোট পর্ব দিয়ে ১১তম মৌসুম শুরু হবে শেষ হবে ২৪ পর্বে। রবার্ট কার্কম্যান, টোনি মুর এবং চার্লি অ্যাডলারের লেখা ইমেজ কমিক্স সিরিজ অবলম্বনে ‘দ্য ওয়াকিং ডেড’ এএমসিতে ২০১০ সালে যাত্রা শুরু করেছিল। এক জম্বি বিপর্যয়ের পর রক্ষা পাওয়া কিছু মানুষের এক সমাজকে নিয়ে এর গল্প। সিরিজটিতে অভিনয় করেছেন-নরম্যান রিডাস, মেলিসা ম্যাকব্রাইড, লরেন কোহ্যান, জশ ম্যাকডারমিট, ক্রিস্টিয়ান সেরেটোস, জেফরি ডন মরগ্যান, সেঠ জিলিয়াম, রস মারকোয়ান্ড, কেরি পেটন এবং কুপার অ্যান্ড্রুজ। সিরিজটির টিভি স্পিন-অফ সিরিজ ‘ফিয়ার দ্য ওয়াকিং ডেড’; এটিও সাতটি মৌসুমে গড়ায় এবং ‘দ্য ওয়াকিং ডেড: ওয়ার্ল্ড বিয়ন্ড’ নামে দুই মৌসুমের সীমিত সিরিজে এগোয়। একই ধারণা নিয়ে আরও সিরিজ ও চলচ্চিত্রের পরিকল্পনা আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।