বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী শিক্ষা-সংস্কৃতি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের দূরভিসন্ধি নিয়ে কাজ করছে ক্ষমতাসীন একটি মহল। তাই ইসলাম ও দেশের প্রয়োজনে আলেম-উলামাদেরকে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। উলামায়ে কেরাম বিশ্বনবীর উত্তরাধিকারী, দ্বীন ধর্মের পাশাপাশি বিশ্বমানবতার সার্বিক কল্যাণ সাধনে ওলামায়ে কেরামদের অতীতের যেকোন সময়ের তুলনায় আরো বেশি সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করা এখন সময়েরে দাবি। গতকাল সকালে রামপুরাস্থ জামিয়া শায়েখ জাকারিয়া-এ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রামপুরা থানা শাখার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাশেমী এ কথা বলেন। রামপুরা থানা জমিয়তের সভাপতি মাওলানা হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, জামিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রমুখ। কাউন্সিল অধিবেশনে মাওলানা হেদায়েতুল ইসলামকে সভাপতি, মাওলানা মাসউদুল হককে সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রামপুরা থানা জমিয়তে উলামায়ে ইসলামের কমিটি গঠন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।