Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ মাস পরেই পুতুল স্ত্রীকে ডিভোর্স!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৫:২০ পিএম

সাধ করে পুতুলকে বিয়ে করেছিলেন কাজাকস্তানের বডিবিল্ডার ইউরি তোলোচকো। বড় করে হয়েছিল অনুষ্ঠান। হাতে পরিয়ে দিয়েছিলেন আংটি। এক বছরও টিকল না সেই বিয়ে। বিয়ে করা পুতুলের বিরুদ্ধে ধোঁকা দেয়ার অভিযোগ এনেছেন তিনি। শুধু তাই নয়, প্রথম পুতুল স্ত্রীকে ডিভোর্স দিয়েই ঘরে এনেছেন লোলা ও লুনা নামের আরও দুইটি পুতুল।

এই কথা ফলাও করে নিজেরে ভেরিফায়েড ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন ইউরি।গত বছর নভেম্বর মাসে সেক্স ডল মার্গো-কে বিয়ে করেন ইউরি। এই খবর সকলকে অবাক করার পাশাপশি ইন্টারনেটে ভাইরাল হয়। ২০১৯ সালের নভেম্বরে মার্গো-কে বিয়ে করার আগে পুতুলটির সঙ্গে আটমাস ধরে প্রেম করেন ইউরি। মার্গোর সঙ্গে কখনও বাথটাবে, কখনও বা পিৎজা খাওয়ার সময়, আবার ব্যায়াম করার নানা মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন বডিবিল্ডার।

তবে বিয়েটি দীর্ঘস্থায়ী হয়নি। কারণ, সেক্স ডল মার্গোর মধ্যে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় এবং পুতুলটি ভেঙে যায়। ইউরি মার্গোকে নিয়ে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তা তিনি নেটিজেনদের বারে বারে জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন মার্গোর সঙ্গে যৌন সম্পর্কে সম্পূর্ণ তৃপ্ত নন। তাই তিনি আরও অন্য জিনিসের মধ্যে যৌনসুখ খুঁজছিলেন। এর পর মার্গোর ত্রুটিগুলো যখন সারানো হচ্ছিল, সেই সময় স্ত্রী মার্গোর সঙ্গে তিনি ‘প্রতারণা’ করেন এবং অন্য একটি সেক্স টয়ের সঙ্গে যৌনক্রিয়া করেন।

এরপর ইউরি বিবেচনা করে দেখেন তার নিজস্ব চাহিদাটা ঠিক কী, এবং তিনি সিদ্ধান্ত নেন তার বিবাহিত পুতুল মার্গোকে আনলোড করার পরিবর্তে তার জীবনে অনেকগুলো সঙ্গী থাকুক। তিনি সংবাদমাধ্যমকে জানান যে এই বিষয়টাকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং তিনি অনেক সেক্স ডলের সঙ্গে দেখা করতে চান। গত বছর তিনি মস্কোতে যান আরও একটি সেক্স ডলের সঙ্গে দেখা করতে যার সঙ্গে পরিচয় হয়েছিল ইন্টারনেটে, কিন্তু সে দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে ইউরিকে বেরোতেই দেয়নি কোয়ারেন্টাইনের জন্য। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • শফিকুল ইসলাম ৬ এপ্রিল, ২০২১, ১০:৫৯ পিএম says : 0
    এদের নিকটে জীবনের লক্ষ ও আসল সত্য এবং রহস্য অনুপস্থিত। তাই এরা জীবন নিয়ে এতটা হেয়ালি করতে পারে।
    Total Reply(0) Reply
  • Jack+Ali ৬ এপ্রিল, ২০২১, ৯:৫৯ পিএম says : 0
    May Allah's curse upon them or guide into Islam. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ